রবিবার, ২৬ জুন বিশ্ব মাদক বিরোধী দিবস পালিত হ’ল উত্তর দিনাজপুরের জেলার সদর রায়গঞ্জে। রায়গঞ্জের পাঁচটি নেশা মুক্তি কেন্দ্রে এটি পালন করা হয়। সমাজের মানুষকে সচেতন করাই এই উৎসব পালনের উদ্দেশ্য। আয়োজকরা বলেন, নেশা হল মানুষের জন্য একটি ফাঁদ, যা একজন মানুষের জীবন চিরতরে নষ্ট করে দিতে পারে। মানুষ যদি নিজেদের সচেতন করতে না পারেন তাহলে এই ফাঁদে তারা পা দেবেন। এই চিন্তা-ভাবনা মাথায় রেখেই বিশ্ব মাদক বিরোধী দিবস পালন করা হয়। এদিন রায়গঞ্জের ঘড়িমোড়ের কাছে একটি অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচটি নেশা মুক্তি কেন্দ্র সংস্থা কেন্দ্রের সদস্যদের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলা প্রাশাসনের আধিকারিকেরা ও উত্তর দিনাজপুর প্রেসক্লাবের পক্ষথেকে সাংবাদিক রুপক ঘোষ। রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশনের পক্ষথেকে প্রসেনজিৎ সেন, দেবাশিষ চক্রবর্তীরা বলেন, “আজ আন্তর্জাতিক মাদক অপব্যবহার ও অপপ্রচার বিরোধী দিবস সব জায়গাতেই পালন করা হয় তাই আমরাও রায়গঞ্জে পালন করছি। আমাদের বার্তা- মানুষ যদি সচেতন হন, তাহলে মাদক ব্যবহার থেকে নিজেদের সরিয়ে রাখতে পারবেন। আর বলতে চাই সবাই নিজেরা সচেতন থাকুন তাহলেই মাদক ব্যবহার থেকে দূরে থাকতে পারবেন”।
রায়গঞ্জ থেকে শুভম সরকারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।