মঙ্গলবার সকালে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিধানমঞ্চে পালিত হল বিশ্ব যোগা দিবস। এদিন বহু মানুষ এই যোগা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এদিন বিধানমঞ্চে যোগা প্রদর্শনীর সঙ্গে প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
এদিন বিধানমঞ্চে উপস্থিত সঞ্জীবনী যোগা শিবিরের প্রশিক্ষক বলেন, “যোগা মানব জাতির জন্য অত্যন্ত উপকারী একটা জীবন পদ্ধতি। এই যোগ নিয়মিত অভ্যাস করলে মানুষ শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই খুশি থাকবে। তার সঙ্গে মানুষের দীর্ঘ জীবন লাভ হবে প্রতিদিন যোগ অভ্যাস করলে। আমাদের লক্ষ্য সকলের মধ্যেই যোগ সচেতনতা সৃষ্টি করার”।
মঙ্গলবার এদিন সঞ্জীবনী যোগ শিবিরের সদস্যদের পাশাপাশি প্রায় ৭০ জনের মতো অংশগ্রহণকারী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।
রায়গঞ্জ থেকে শুভম সরকারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।