Uttar Dinajpur : যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার

আরও পড়ুন

এক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার দেবীনগর এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

মায়ের মৃত্যুর শোকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল রায়গঞ্জ দেবীনগরের বাসিন্দা সন্তোষ দের একমাত্র কন্যা কেয়া দে। পরিবার সূত্রে জানা গেছে, মাস দু’য়েক আগে সন্তোষ বাবুর স্ত্রী মৃত্যু হয়। মায়ের মৃত্যু মেনে নিতে পারেনি একমাত্র কন্যা কেয়া দে। মায়ের জন্য দিন রাত কাঁদতো বলে জানা গেছে। মায়ের মৃত্যুর কথা ভোলাতে তাকে মাসির বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। মঙ্গলবার বাড়ি ফিরে আবার মায়ের কথা ভেবে কাঁদতে শুরু করে। বাবা সন্তোষ বাবু তাকে রাতের খাওয়া খেতে বললেও সে খেতে রাজি হয়নি। বুধবার ভোরে ঘরের ভেতরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। রায়গঞ্জ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close