উপকূলবর্তী এলাকা সহ পাহাড়ে বৃষ্টির পূর্বাভাস

উপকূলবর্তী এলাকা সহ পাহাড়ে বৃষ্টির পূর্বাভাস

আরও পড়ুন

৩ আগামী ৩ থেকে ৪ দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার কোনো রদবদল না ঘটলেও উপকূলবর্তী এলাকা গুলিতে কিছুটা তাপমাত্রা কমবে বলে পূর্বাভাস পাওয়া গেছে
চৈত্রের সপ্তান্তেই বৈশাখের শুরু হতে না হতেই গরম শুরু হয়ে গিয়েছে তবে উপকূলবর্তী এলাকা গুলিতে ক্ষীণ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে কলকাতা আবহাওয়া দপ্তর। রাজ্যের ৫ জেলাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোলকাতার ভাগ্যে আপাতত স্বস্তি নেই তবে হালকা মেঘলা থাকতে পারে আকাশ। উত্তরবঙ্গের কিছু পাহাড়ি জেলায় বৃষ্টির সম্ভবনা রয়েছে যেমন – দার্জিলিং ,কালিম্পঙ, জলপাইগুড়ি , আলিপুরদুয়ার , কোচবিহার , হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ,আলিপুর আবহাওয়া দফতরের উপ মহানির্দেশক সঞ্জীব বন্দোপাধ্যায় জানান। আবার মালদহ সহ দুই দিনাজপুর জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস পাওয়া গেছ। কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোনো স্বস্তির খবর নেই আপাতত আবহাওয়া শুস্ক থাকবে। তবে আগামী ২৪ ঘণ্টায় নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমের কিছুটা অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে। তবে তার সম্ভাবনা বেশ ক্ষীণ। আগামী ৩-৪ দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় কোনও বদল হবে না। তবে উপকুলবর্তী জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কম থাকব। কলকাতার আকাশ মেঘলায় থাকবে। কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close