Rajarhat : নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়ানো বাসে ধাক্কা, মৃত ক্যাবচালক

আরও পড়ুন

ঈদের দিন মর্মান্তিক দুর্ঘটনার শিকার হল ২২ বছর বয়সী মকসুদ আলি গাজী নামের এক ক্যাবচালক। এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে রাজারহাটের কাছে লাঙলপোতার পোদরা এলাকায়। মৃত ওই যুবকটি রাজারহাটের আটঘরা এলাকার বাসিন্দা।ওই এলাকায় রাস্তার ধারে একটি বাস দাঁড়িয়ে থাকাকালীন মাকসুদ আলি গাজী নামের ওই যুবক গাড়ি নিয়ে বাসটির পেছনে সজোরে ধাক্কা মারলে মৃত্যু হয় তার।

পুলিশি সূত্রে খবর, রবিবার দুপুরে ঈদ উপলক্ষে বারাসাতের শাসন এলাকার একটি আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন তিনি। ঝড় বৃষ্টি হওয়ায় রাস্তার অবস্থা ভীষণ খারাপ ছিল। ঠিক সেই সময় ঘটে যায় এমন মর্মান্তিক ঘটনা। স্থানীয়রা জানিয়েছেন, রাস্তার ধারে ২১১ রুটের একটি বাস দাঁড়িয়েছিল। সেই সময় মাকসুদ বাসটির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারলে ভেঙে চুরমার হয়ে যায় গাড়িটির সামনের অংশ। সঙ্গে সঙ্গে সংজ্ঞা হারিয়ে গাড়ির মধ্যেই আটকে পড়ে ওই ক্যাবচালক। স্থানীয়রা কোনোমতে তাকে উদ্ধার করতে পেরে রাজারহাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনাস্থলে পৌঁছায় রাজারহাট থানার পুলিশ। পুলিশের অনুমান, গাড়ির গতি বেশি হওয়ার কারণে জল কাদার রাস্তায় গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারেনি ওই ক্যাবচালকটি। এর ফলে বুকে আঘাত লেগে মৃত্যু হয় তার।

ফোর্টিন টাইমলাইন, রাজারহাট, উত্তর চব্বিশ পরগনা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close