রাজগঞ্জ ব্লকের পানাসগুড়ি গ্রামের জুনিয়র হাইস্কুলে শিক্ষক-শিক্ষিকার অভাবে প্রায় বন্ধের মুখে সংশ্লিষ্ট বিদ্যালয়। চিন্তিত ছাত্র-ছাত্রীর অভিভাবক সহ স্কুল পড়ুয়ারা।
স্কুল ছাত্র-ছাত্রীরা জানায়, প্রায়শই তারা এসে গল্পগুজব ও খেলা ধূলো করে চলে যায়। এমনকি বেশীরভাগ সময় স্কুলের গেট তালাবন্ধ অবস্থায় থাকে বলে অভিযোগ। তারা পড়তে চাইলেও পড়তে পারেনা কোনও শিক্ষক-শিক্ষিকার অভাবে। এর ফলে পিছিয়ে পড়েছে ওই স্কুলের খুদে পড়ুয়ারা।
স্থানীয় সূত্রে খবর, ২০১৭ সালে সর্বশিক্ষা মিশনের অর্থানুকূল্যে একজন অতিথি শিক্ষক নিয়োগ করে তৈরি হয়েছিল পানাসগুড়ি জুনিয়র হাইস্কুল। কিন্তু ছয় মাস আগে অতিথি শিক্ষক অবসর নিলে আর কোনও নতুন শিক্ষক নিয়োগ হয়নি। এর ফলে মাসের পর মাস ধরে বন্ধ হয়ে পড়ে আছে ওই স্কুলটি। স্থানীয়দের দাবি- যেনও দ্রুত ওই স্কুলে শিক্ষক নিয়োগ হয় ও পঠন পাঠন চালু করা হয়। স্কুল চালু না হলে খুদে পড়ুয়াদের ভবিষ্যত নিয়ে চিন্তায় পড়ে যাবেন অভিভাবকেরা।
ফোর্টিন টাইমলাইন, রাজগঞ্জ, জলপাইগুড়ি।