নাম রাজকুমার মাহাতো। সখ সুস্থতা। শারীরিক সুস্থতা যার লক্ষ্য, সে নিজেই একটি ক্যারাটে প্রশিক্ষণকেন্দ্র চালান। সেখানে ক্যারাটে ছাড়াও শেখানো হয় যোগ ব্যায়াম। এর আগেও বিভিন্ন জায়গায় হেঁটে পাড়ি দিয়েছেন রাজকুমারবাবু। সুস্থতার পাশাপাশি কিছু বার্তা নিয়ে পথ চলা শুরু করেন তিনি। এবার তার লক্ষ্য মধ্যপ্রদেশের বাগেস্বর ধাম। শুক্রবার বিকেলে রায়গঞ্জের দেবপুরী প্রাঙ্গণ থেকে পায়ে হেঁটে রাজকুমারবাবু রওনা দেন মধ্যপ্রদেশে বাগেস্বর ধামের উদ্দেশে। মা-বাবা, ঈশ্বরের আশীর্বাদ নিয়ে এদিন তার পথ চলা শুরু শুরু হয়। এবারে তার বার্তা যোগ ব্যায়াম একদিন করলে হবে না, নিয়মিত যোগ করতে হবে, তবেই মিলবে সুফল।
রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।