উত্তর দিনাজপুরের বাণিজ্য শহর কালিয়াগঞ্জে রথযাত্রা উৎসবের বিপুল আয়োজন করা হয়েছে। শহর লাগোয়া স্থানীয় মহেন্দ্রগঞ্জ বাজারের কাছে থাকা নাট মন্দির থেকে এই রথ বার হবে। এরপর শহর পরিক্রমা করে তা এসে থাকবে কালিয়াগঞ্জেরই মারওয়ারিপট্টি এলাকায় মাসির বাড়িতে।
উল্টোরথে পুনরায় তা ফিরে আসবে মহেন্দ্রগঞ্জ বাজার এলাকার নাটমন্দির চত্বরে। শুক্রবার সকাল থেকেই মহেন্দ্রগঞ্জ বাজারের নাটমন্দিরে ভিড় করেন কাতারে কাতারে মানুষ। শহরের দু’পাশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন- রথের দড়ি টান দিয়ে পুণ্য লাভ করবেন এই আশায়।
ফোর্টিন টাইমলাইন, কালিয়াগঞ্জ।