শনিবার মাঝরাতে একইসঙ্গে বাবা ও ছেলের মৃতদেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়লো পুরুলিয়ায়। যথাক্রমে মৃত বাবা ও ছেলের নাম মদন পান্ডে এবং কানাই পান্ডে। সূত্রের খবর, তারা চাষমোড়ের একটি পেট্রল পাম্পে কাজ করতেন। শনিবার রাতে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে এমন দুর্ঘটনার কবলে পড়েন বাবা-ছেলে।
স্থানীয় সূত্রের খবর, তাদের বাড়ি কানালি গ্রামে। কাজ শেষ করে তারা বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে ৩২ নম্বর জাতীয় সড়কের ওপর এমন ঘটনা ঘটে। এমন মর্মান্তিক ঘটনার খবর পেয়ে অকুস্থলে পৌঁছয় পুরুলিয়া মফস্সল থানার পুলিশ। তারা সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে।
অন্যদিকে গ্রামের বাসিন্দারা ৩২ নম্বর জাতীয় সড়ক অবোরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের দাবি- অপরাধীদের দ্রুত গ্রেফতার করতে হবে। একই পরিবারের দুই সদস্যের মৃত্যুর ফলে পরিবারের -সহ গোটা গ্রামবাসীর ওপর শোকের ছায়া নেমে এসেছে।
ফোর্টিন টাইমলাইন, পুরুলিয়া।