ইচ্ছে থাকলেই যে উপায় হয়, তা আরও একবার প্রমাণ করলেন বর্ষিয়ান রিক্ শয়- ভ্রমণকারী সত্যেন দাস। বয়স ৮ থেকে ৮০ যাই হোক না কেনও, মনোবলটাই আসল। সেই মনোবল দেখা গেল বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করা এক ব্যক্তির। নাম সত্যেন । সত্যেন দাস। দক্ষিণ কলকাতার নাকতলায়। তিনি তার গীতাঞ্জলি মেট্রো স্টেশন সংলগ্ন বাড়ি থেকে উত্তরে দার্জিলিং এর উদ্দেশে ভ্রমণ শুরু করেন রিকশ নিয়ে। মূলত ‘ গ্লোবাল ওয়ার্মিং ‘ নিয়ে এবং যুব প্রজন্মের মনোবল বৃদ্ধির উদ্দেশেই এই ভ্রমণ বলে জানিয়েছেন তিনি। সত্যেনবাবু বলেন, তার রিকশ নিয়ে এই ভ্রমণের ফলে নতুন প্রজন্ম অনেকটায় মনোবল পাচ্ছেন। পাশাপাশি বিশ্ব উষ্ণায়নের ফলে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল ক্ষতির মুখে। তাই এদিন তিনি পথচলতি মানুষকে গাছ লাগানোর বার্তা দিচ্ছেন এবং অশোক ফুল গাছের বীজ দিচ্ছেন প্রত্যেকের হাতে। তিনি জানিয়েছেন, দক্ষিণ কলকাতা থেকে ১২ জুন রওনা দিয়েছেন এবং দার্জিলিংয়ের ম্যাল পর্যন্ত তিনি যাত্রা করবেন।
ভ্রমণকারী সত্যেনবাবু আর কি কি বলেছেন শোনাবো-
ওয়েব ডেস্ক কলকাতা ও রায়গঞ্জ থেকে শুভম সরকারের রিপোর্ট, টাইম ফোর্টিন বাংলা।