রাস্তার অবস্থা একেবারেই বেহাল। সেই বেহাল রাস্তা মেরামতের জন্য দাবি জানিয়ে ফল না মেলায় অবশেষে দাবিতে ধানের চারা লাগিয়ে অভিনব বিক্ষোভ, আন্দোলনে সামিল হলেন গ্রামবাসীরা। রাস্তার অবস্থা বেহাল থাকার কারনে কাদার মধ্যে আটকে যায় এক রোগীর গাড়ি। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিষ্ণুপুর গ্রামে। অভিযোগ, দীর্ঘদিন ধরে পঞ্চায়েতকে জানানোর পরেও তারা কোনও কাজ করেনি।
সূত্রের খবর, বুধবার সকালে সেই কর্দমাক্ত রাস্তায় দীর্ঘক্ষণ আটকে থাকে এক রোগীর গাড়ি। দীর্ঘক্ষণ চেষ্টার পর সেই কাদা পেরিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই রোগীকে। এই ঘটনায় গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে ধানের চারা লাগিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিষ্ণুপুর গ্রাম-সহ আশপাশের আরও অনেক গ্রামের ভরসা একমাত্র ভঙ্গুর সড়কটি। অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বর্ষা এলেই নানারকম সমস্যার সম্মুখীন হতে হয় গ্রামবাসীদের। বারংবার পঞ্চায়েতকে জানানো সত্ত্বেও রাস্তা মেরামতের কোনও উদ্যোগই নেননি কর্তৃপক্ষ। তাদের দাবি, গত ছ’বছর ধরে তারা এই রাস্তা ঠিক হওয়ার আশ্বাসই পেয়ে যাচ্ছেন। কিন্তু রাস্তার হাল সেই তিমিরেই!
ফোর্টিন টাইমলাইন, ঘাটাল,পশ্চিম মেদিনীপুর।