স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ব্যান্ডেল শাখার RPF-এর উদ্যোগে ব্যান্ডেল স্টেশন থেকে মানুষের সঙ্গে জনসংযোগ বৃদ্ধি করতে ‘Run For Unitity’-র আয়োজন করল ব্যান্ডেল RPF-এ কর্মরত পুলিশ কর্মীরা। দীর্ঘ ৫ কিলোমিটার এলাকা দৌড়ে পারিক্রমা করেন। সেইসঙ্গে ভারতীয় রেলের নানান সুযোগ সুবিধা সাধারণ মানুষের কাছে তুলে ধরেন তারা। এদিনের কর্মসূচির প্রাক্কালে সবুজ পতাকা নেড়ে শুভ সূচনা করেন রেল পুলিশের অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি কমিশনার অফ আরপিএফ -এর আধিকারিক বিবেক ভর্মা।
হুগলির ব্যান্ডেল থেকে দেবস্মিতা চক্রবর্তীর রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।