Malda : বিজেপির মন্ত্রীদের দুর্যোধন, দুঃশাসন বলে কটাক্ষ সাবিত্রী মিত্রের

আরও পড়ুন

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে দুর্যোধন এবং দুঃশাসন বলে কটাক্ষ সাবিত্রী মিত্রের। তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, মোদীজি, অমিত শাহজী আরও যারা বিজেপির নেতা-মন্ত্রী রয়েছেন তারা সবাই বাংলার দুর্যোধন আর দুঃশাসন। মালদার রতুয়ায় পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার একটি সভা থেকে এমনই মন্তব্য করেন তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। এদিন তিনি আরও বলেন, “স্ত্রীর বস্ত্রহরণ ছাড়া তাদের আর কোনও কাজ নেই। হাথরসে একটি মেয়েকে ধর্ষণ করে খুন করা হল, তার মৃতদেহ তার বাড়িতে দেওয়া হয়নি। ডি.এম.এস.পি দাঁড়িয়ে থেকে সেই মৃতদেহ জ্বালিয়ে দিয়েছে। আমাদের জেলায় যদি এমন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাকতো আমি ডিএম, এসপিকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিতাম।

প্রসঙ্গত, রতুয়ার এই সভায় তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী গোলাম রাব্বানী এবং সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।

এই সভা থেকে বিরোধীদের জিভ টেনে ছিড়ে নেওয়ার হুঁশিয়ারি দেন মালদা জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল নেতা হুমায়ুন কবির। মালদা জেলা পরিষদের সদস্য হুমায়ন কবির বলেন, “যে মায়ের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছে সেই মাকেই গালি দিচ্ছে। আমি যদি দেখতে পেতাম তাহলে জিভ ছিঁড়ে নিতাম দালাল পার্টিদের। এরপর তৃণমূল নেত্রীর বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলে তাহলে জিভ টেনে ছিড়ে নেব।”

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close