Kolkata : রাজ্যের বিদ্যালয় খুলছে কাল, স্কুলে যেতে অনীহা পড়ুয়াদের

আরও পড়ুন

প্রায় দেড় মাস রাজ্যের বিদ্যালয়গুলি বন্ধ থাকার পর আগামীকাল, ১৫ জুন, বৃহস্পতিবার থেকে বিদ্যালয়গুলি খুলছে। যেহেতু নাগারে দেড় মাস ছুটি পেয়েছে এ রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা, তাই নতুন করে আগামীকালই বিদ্যালয়ে পৌঁছতে চাইছে না তারা। বাড়িতেই মায়েদের সঙ্গে না যাওয়ার জন্য আকুতি জানিয়ে চলেছে তারা। যেহেতু টানা ছুটি পেল পড়ুয়ারা, তাই কোনও অভিভাবকই বাড়িতে রাখতে চাইছেন না ছেলেমেয়েদের। অন্যদিকে গরম এখনও কমেনি, তারই মাঝে যদি টানা স্কুলে যেতে হয় সেক্ষেত্রে কিছু সংখ্যক কিশোর-কিশোরীদের অনীহা তো থাকবেই।

প্রসঙ্গত, গত ২ মে থেকে বিদ্যালয়গুলি গরমের কারনে ছুটি ঘোষণা করেছিল রাজ্য সরকার। কথা ছিল- ২ জুন, শুক্রবার থেকে তা খুলে যাবে। কিন্তু গরম না কমায় পুনরায় রাজ্যের শিক্ষা দফতর ১৪ জুন পর্যন্ত গরমের ছুটি বর্ধিত করার সিদ্ধান্ত নেয়। তবে আগামীকাল থেকে যে সব ক’টি বিদ্যালয় পুরোদমে শুরু হবে তা বলাই বাহুল্য।

ফোর্টিন টাইমলাইন, কলকাতা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close