বুধবার রাতে শিয়ালদায় বেপরোয়া বাসের ধাক্কায় মৃত এক তরুণী-সহ তিন। আহত কমপক্ষে পাঁচ জন। আহতদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুর্ঘটনার পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান বাসচালক। তবে ওই বাসটির কন্ডাক্টর এবং হেল্পারকে আটক করেছে পুলিশ।
সূত্রের খবর, বুধবার রাত দেড়টা নাগাদ শিয়ালদহের মুচিপাড়ায় একটি বাস দ্রুত গতিতে এসে ছ’জনকে ধাক্কা মারে। তাতে নিহত হন অদিতি গুপ্ত। বয়স ১৮ বছর। আহত হন তার পরিবার-পরিজনের আরও পাঁচ জন সদস্য। তড়িঘড়ি আহতদেরকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মধ্যে দু’জনের অবস্থার অবনতি হতে থাকে। পরে এক মহিলা এবং এক পুরুষ সেখানে মারা যান। দশমীর রাতে ওই ছ’জনই একসঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। তারা শিয়ালদার উড়ালপুল দিয়ে হাঁটছিলেন। সেই সময় ৪৬ নম্বর রুটের একটি বাস দ্রুত গতিতে এসে তাদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অদিতির। এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারের সদস্যদের ওপর।
পুলিশ সূত্রে খবর, এনআরএস থেকে রাজাবাজারের দিকে যাচ্ছিল ওই বাসটি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। পরে তাদের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
ফোর্টিন টাইমলাইন, শিয়ালদা।