Dumdum : দমকলকর্মীকে লক্ষ্য করে গুলি, তদন্তে পুলিশ

আরও পড়ুন

দমকলকর্মীকে তাক করে চালানো গুলি লক্ষ্যভ্রষ্ট হ’ল। মঙ্গলবার সাতসকালে ঘটনাটি ঘটেছে দমদমের ফায়ার স্টেশনে। সূত্রের খবর, স্নেহাশীষ রায় নামে এক দমকল কর্মীর ওপর এই হামলা হয়। এদিন সকালে যখন স্নেহাশীষবাবু কাজে আসেন, ঠিক সেই সময়
দু’জন বাইক নিয়ে তার সঙ্গে দেখা করতে আসেন। তার কাছে ক্ষমাও চাইছিলেন বলে জানা গিয়েছে। ওই দুই ব্যক্তি যখন ফিরে যাচ্ছিলেন তখন ব্যাগে থেকে আগ্নেয়াস্ত্র বার করে স্নেহাশীষবাবুকে লক্ষ্য করে গুলি ছোড়েন। যদিও গুলিটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণ বাঁচে তার। এরপরই ঘটনাস্থলে পৌঁছে দমদম থানার পুলিশ তদন্ত শুরু করেছে। কারা ছিলেন ওই দুই যুবক ? কেনই বা স্নেহাশীষবাবুর কাছে তারা ক্ষমা চাইতে এসেছিলেন ? তা নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে স্নেহাশীষ রায়কে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, পুরোনো শত্রুতাই এর কারন। ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, দমদম

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close