Paschim Medinipur : নিজের বাড়িতেই কেদারনাথ ধাম গড়লেন শুভজিৎ

আরও পড়ুন

কেদারনাথ দর্শন না হওয়ায় বাড়িতেই সেই ধাম দর্শন। উচ্চতায় মাত্র ৫ সেন্টিমিটারের কেদারনাথের মন্দির বানিয়ে তাক লাগালেন শুভজিৎ প্রামাণিক। বাড়ি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা পুরসভার ৩ নম্বর ওয়ার্ড রঘুনাথপুর এলাকায়। মন্দিরটি উচ্চতায় মাত্র ৫ সেমি. এবং চওড়ায় মাত্র ৩.৫ সেমি.। তার এই নিখুঁত কাজে খুশি শুভজিৎ-সহ তার পরিবার।

ছোট থেকেই পড়াশোনার সঙ্গে আঁকার শখ ছিল শুভজিতের। বর্তমানে শুভজিৎ এখন ইংরেজিতে স্নাতক এবং বিএড সম্পন্ন করে বাড়ি থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি মাইক্রো আর্টের কাজ চালিয়ে যাচ্ছেন জোরকদমে। এর আগেও তিনি চক, পেন্সিল কেটে নিখুঁত ভাবে একটি অশোকস্তম্ভ বানিয়েছিলেন। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তার নামও উঠেছিল তার এই নিখুঁত কাজকর্মের জন্য। এছাড়াও তিনি এইরকম অনেক জিনিস বানিয়ে সবার মন জয় করতে থাকেন। সঙ্গে তার এই কাজগুলির মধ্যে তিনি নিজেও একটা শান্তি পান।

এপ্রসঙ্গে শুভজিৎ বলেন, “অনেকদিন ধরেই কেদারনাথ যাওয়ার ইচ্ছে। কিন্তু, আর যাওয়া হয়ে ওঠেনি। কবে যাওয়া হবে জানি না।” তিনি কেদারনাথে গিয়ে সেই ধাম দর্শন করতে না পারলেও তার প্রায় ৮ ঘন্টার চেষ্টাতে কেদারনাথ মন্দিরটিকেই তিনি তার বাড়ির এক স্থানে জায়গা করে দিয়েছেন।

ফোর্টিন টাইমলাইন, পশ্চিম মেদিনীপুর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close