শুক্রবার রাতে পাইথন উদ্ধার নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি লাগোয়া বাগডোগরা এলাকায়। ঘটনাটি ঘটছে বাগডোগরার রুপসিংজোতের গীতাদেবীর পরিবারে। শুক্রবার রাতে শোবার আগে সিলিংয়ের ফাঁকে চোখ যেতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় গীতাদেবী-সহ পরিবারের সমস্ত সদস্যদের। তারা জানান, আচমকা চোখের সামনে ভেসে ওঠে প্রায় ১৫ ফুট দৈর্ঘ্যের একটি পাইথন। এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বাগডোগরা বনদফতরের কর্মীরা। শুরু হয় পাইথনটিকে উদ্ধারের কাজ।
পরিবার সূত্রের খবর, শুক্রবার রাতে খাওয়া দাওয়ার পর ঘুমোতে যাওয়ার ঠিক আগে সিলিং এর দিকে চোখ পড়তেই আঁতকে ওঠেন গীতাদেবী। এরপর তাঁর আর্ত চিৎকারে ছুটে আসেন পরিবারের সদস্যরা। লক্ষ্য করেন সিলিং এর উপর আটকে রয়েছে প্রায় পনেরো ফুটের বিশাল এক পাইথন। এঘটনায় রীতিমতো ঘাবড়ে যান তারা। পাইথনটিকে দেখার জন্য রাতেই ভিড় জমে এলাকায়। দলে দলে মানুষ ছুটে আসেন সেখানে। পরিবারের প্রধান সদস্যা গীতাদেবী জানান, এ ঘটনা নতুন কিছু নয় তাদের কাছে। বেশ কিছুদিন আগেও একটি সাত ফুটের পাইথন উদ্ধার হয়েছে তাদের বাড়ি থেকে। এই নিয়ে রীতিমতো চিন্তিত এলাকা। আশপাশের প্রচুর জঙ্গল থাকার কারণের জেরেই বার বার এমন ঘটনার শিকার হচ্ছেন তারা।
বনবিভাগের কর্মীরা পাইথনটিকে উদ্ধার করে নিয়ে গেছেন। সাপটিকে পরীক্ষা করার পর বনে ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।
ফোর্টিন টাইমলাইন, বাগডোগরা, শিলিগুড়ি।