Siliguri : গজরাজের হঠাৎ প্রবেশে আতঙ্কিত এলাকাবাসী

আরও পড়ুন

হেলেদুলে জাতীয় সড়কে ঘুরে বেড়ালো গজরাজ। পাশাপাশি জাতীয় সড়ক পার্শ্ববর্তী বেশকিছু বাড়ির ভেতরে ঢুকেও পরিদর্শন করলো পুরো এলাকা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে শিলিগুড়ি শহর সংলগ্ন শালবাড়ি এলাকায়। জানা গিয়েছে মহানন্দা অভয়ারণ্য থেকে একটি হাতি শুক্রবার সকালে বেরিয়ে আসে শিলিগুড়ি দার্জিলিং গামী ৫৫ নম্বর জাতীয় সড়কে,হেলে দুলে ফাঁকা রাস্তায় বেশ কিছুক্ষণ ঘুরে বেড়ায় হাতিটি।

প্রসঙ্গত এরপর শালবাড়ির বেশকিছু বাড়ির উঠোনেও ঘুরে বেড়ায় হাতিটি। তবে কোনো ক্ষয়ক্ষতি করেনি গজরাজ। হাতি দেখে অনেকেই মুঠোফোনে সেই ছবি ক্যামেরাবন্দি করেন। ধীরে ধীরে হাতিটি আবার শালবাড়ি লাগোয়া চা বাগান হয়ে মহানন্দা অভয়ারণ্য ঢুকে যায়। এমনকি সাতসকালে গজরাজ দেখে অনেকে আতংকিত বোধ করলেও গজরাজ ক্ষয়ক্ষতি না করায় হাতির ছবি মুঠোফোনে বন্দী করে বেশ খুশি শিলিগুড়ি শহর লাগোয়া শালবাড়িবাসী।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close