সূত্রের খবর নিউ জলপাইগুড়ি স্টেশনের জিআরপি সহায়তায় জানা গিয়েছে ,শুক্রবার জম্মু ও দিল্লি থেকে দু’ভাগে ভাগ হয়ে এনজেপি স্টেশনে পৌঁছেছিল ১৩ জনের এই রোহিঙ্গা দলটি।জানা গিয়েছে শুক্রবার বিকেলে তাঁরা নিউ জলপাইগড়ি স্টেশন থেকে অসমের ট্রেন ধরার অপেক্ষায় ছিল কিন্তু তাদের অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন একজন জিআরপি আধিকারিক। এবং ঠিক তখনই তাদেরকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে রেল পুলিশ।
প্রসঙ্গত এদিন রাতে তাদের ফরেনার্স অ্যাক্টে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবেদে পুলিশ জানতে পেরেছে অসম থেকে ত্রিপুরা হয়ে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পরিকল্পনা করেছিল তাঁরা এমনকি এটাও জানা গেছে ওই ১৩ জনের দলে ৪-৬ বছর বয়সের ছ’টি শিশু সহ দু’জন মহিলা ও পাঁচজন পুরুষ আছে। শনিবার তাদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়। এবিষয়ে তদন্ত শুরু হয়েছে এমনকি বর্তমানে ধৃতদের পুলিশি রিমান্ডে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালাবে বলে এমনটাই সূত্রের খবর।