Siliguri : সোনা পাচারের কৌশল নিয়ে স্তম্ভিত গোয়েন্দারা

আরও পড়ুন

অভিনব কায়দায় সোনা পাচারের চেষ্টা বাঞ্চাল করল ডিআরআই (ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স)। সোনার বিস্কুট গলিয়ে পাইপ তৈরি করে তা পাচারের চেষ্টা করছিল পাচারকারীরা। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন এলাকায়। সাড়ে ৮ কোটির সোনা উদ্ধার করা হয় এদিন। এমন অভিনব কায়দায় সোনা পাচারে সত্যিই স্তম্ভিত গোয়েন্দারা।

সূত্রের খবর, পাচারকারীরা হল মিজোরামের দুই বাসিন্দা মার্ক চিঙ্গাসাইয়ানপ্পাউয়া এবং লিয়ানং ইহলুনি। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের ফাটাপুকুর এলাকায় একটি গাড়িকে আটক করে তল্লাশি চালায় কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের কর্মীরা। সেই গাড়ি থেকে ১৪ কেজি ২৮১ গ্রাম ওজনের ১৩ টি সোনার পাইপ উদ্ধার করা হয়। এর বর্তমানে বাজারদর প্রায় সাড়ে ৮ কোটি টাকা।

ফোর্টিন টাইমলাইন, শিলিগুড়ি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close