নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে গিয়ে পড়ল একটি গাড়ি। অষ্টমীর রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির মাটিগাড়ার সিটি সেন্টারের কাছে জাতীয় সড়কে। এই ঘটনায় গুরুতরভাবে হয়েছেন এক মহিলা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
সূত্রের খবর, সোমবার অষ্টমীর রাতে একা গাড়ি চালিয়ে আসছিলেন ওই মহিলা। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায় গাড়িটি। ফলে গুরুতরভাবে আহত হন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশকর্মীরা। তারা এসে নয়ানজুলি থেকে গাড়িটিকে উঠিয়ে ওই আহত মহিলাকে উদ্ধার করে। এরপর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। পুরো ঘটনাস্র তদন্ত করছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, শিলিগুড়ি।