বিধ্বংসী অগ্নিকান্ড ঘটল শিলিগুড়ির শেঠ শ্রীলাল মার্কেটে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে সেবক রোড লাগোয়া শেঠ শ্রীলাল মার্কেটের একটি কাপড়ের দোকানে। ক্ষতি হয় লক্ষাধিক টাকার সামগ্রী।
সূত্রের খবর, ওই দোকান মালিক দোকান থেকে চলে যাওয়ার পর স্থানীয়রা সেখান থেকে ধোঁয়া বার হতে দেখেন। নিমেষের মধ্যেই দোকানে আগুন লেগে যায় বলে খবর। স্থানীয় মানুষের চোখের সামনে ঘটনাটি পড়তেই তারা পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ-সহ তিনটি দমকলের ইঞ্জিন। দীর্ঘক্ষণ চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় ক্ষতি হয় যাবতীয় জিনিসের। পুড়ে ছাই হয়ে যায় লক্ষাধিক টাকার সামগ্ৰী। দমকল কর্মীদের তৎপরতায় বেঁচে যায় ওই দোকানের নিচে থাকা একটি হোটেলও। দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিটের ফলে দোকানে আগুন লাগে।
ফোর্টিন টাইমলাইন, শিলিগুড়ি।