Siliguri : বেঙ্গল সাফারিতে তিন সন্তানের জন্ম দিল ‘রিকা’

আরও পড়ুন

ফের একবার খুশির আবহ বেঙ্গল সাফারি পার্কে। ৫ বছর বয়সী রিকা প্রথমবার তিন সন্তানের জন্ম দিল। বেঙ্গল সাফারি পার্ক সূত্রে খবর, রিকার তিন সন্তান সুস্থভাবে জন্মগ্রহণ করেছে। তারা এখন সুস্থ রয়েছে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তাদের ওপর নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি চিকিৎসকরাও নজরদারি চালাচ্ছেন। অন্যদিকে, ডিসেম্বরে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে আসতে চলেছে সিংহ। জেব্রা, জিরাফ ও ব্ল্যাক প্যান্থারও আসবে এই পার্কে।

কিছুদিন আগে বেঙ্গল সাফারি পার্কের সাদা বাঘ ‘কিকা’ দুই শাবকের জন্ম দিয়েছিল। যদিও দুটি শাবক মারা যায়। শনিবার শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক পরিদর্শনে এসে এমনটাই জানান রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন বনমন্ত্রী জানান, জন্মের পর একটি শাবকের উপর পড়ে যায় কিকা। তাতেই শাবকটি মারা যায়।আরেকটি শাবক ফুসফুসে সংক্রমণের জন্য মারা যায়। যেকারনে এখন রিকার সন্তানদের উপর বাড়তি নজর রেখেছে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ বলে খবর।

শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close