Siliguri : সাংবাদিক নিগ্রহ নিয়ে উত্তকন্যায় মুখ খুললেন অংশুমান

আরও পড়ুন

রায়গঞ্জের কাছিমোহায় সাংবাদিক নিগ্রহকারী পুলিশ কনস্টেবলকে ছাড়ানোর সবরকম ব্যবস্থা করার জন্য রায়গঞ্জ থানার আই সি সৌরভ সেন এবং সাব ইন্সপেক্টর মহম্মদ মুর্তাজার বিরুদ্ধে স্মারকলিপি দিল সাংবাদিক সংগঠন। উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যায় এই ডেপুটেশন দেন কনফেডারেশন অফ নর্থ বেঙ্গল এন্ড সিকিম-এর সাংবাদিক সংগঠনের সম্পাদক অংশুমান চক্রবর্তী। শনিবার দুপুরে উত্তরবঙ্গ সিকিমের একঝাঁক সাংবাদিক উত্তরকন্যার সবুজলন-এ প্রথমে ধর্নায় বসেন। এদিন রায়গঞ্জের কাছিমোহায় গত ১৫ জুন আক্রান্ত সাংবাদিক সুদীপ চক্রবর্তী উন্নত চিকিতসার জন্য শিলিগুড়িতে যান। খবর পেয়ে উত্তরবঙ্গ সিকিমের সাংবাদিক সংগঠনের সদস্যরা তাঁকেও অনুরোধ করে মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় ডেকে এনে ধর্ণা সভায় হাজির করান। পরে সাংবাদিকরা দলবদ্ধভাবে শান্তিপূর্ণ উপায়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশে প্রতিবাদপত্র জমা দেন। এদিন পরে শিলিগুড়ির উত্তরকন্যায় হাজির হওয়া সাংবাদিকরা রায়গঞ্জ থানার আই সি এবং আই ও- র পদাবনতির দাবি তুলেছেন। সেই সঙ্গে আক্রমণকারী শিলিগুড়ি পুলিশ কমিশনারেট-এ কর্মরত সদ্য জামিন পাওয়া পুলিশ কনস্টেবল দেবব্রত রায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

এদিন সংগঠন সম্পাদক অংশুমান চক্রবর্তী বলেন, গত ১৫ তারিখে রায়গঞ্জে সাংবাদিক নিগ্রহের ঘটনার দিন পুলিশের ভূমিকা সদর্থক ছিল। কিন্তু, পরদিন পুলিশ অভিযুক্তকে জামিন পেতে সবরকম সহায়তা করে। এবিষয়ে তারা মুখ্যমন্ত্রীর কাছে একটি প্রতিবাদপত্র জমা দেন। শ্রী চক্রবর্তী বলেন, সরকার বিষয়টিতে অবগত আছে। শীঘ্রই যথাযথ ব্যবস্থা নেবে। এরপর অংশুমানবাবু বলেন, তারা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে আর একটি প্রতিবাদপত্র জমা দেবেন। এবিষয়ে অংশুমানবাবু আর কি বলেছেন শুনব-

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close