Siliguri : পাচারের আগেই ৪০ লক্ষের বার্মাটিক সেগুন কাঠ উদ্ধার, গ্রেফতার ১

আরও পড়ুন

গাড়িতে করে অভিনব কায়দায় বার্মাটিক সেগুন কাঠ পাচারের চেষ্টা চলছিল। কিন্তু পাচারের আগেই ধরা পড়ল এক ব্যক্তি-সহ প্রায় ৪০ লক্ষের বার্মাটিক সেগুন কাঠ। অভিযুক্তের নাম রিয়াজুদ্দিন আনসারী।

সূত্রের খবর, অভিযুক্ত বিহারের বাসিন্দা। শনিবার শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের রাজগঞ্জের করতোয়া এলাকায় বেলাকোবা ফরেস্ট রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তের নেতৃত্বে একটি অভিযান চালানো হয়। এদিন বনকর্মীরা একটি লরি ঢুকিয়ে তল্লাশি চালালে তারা চালের বস্তার নিচে লুকিয়ে রাখা বার্মাটিক সেগুন কাঠ উদ্ধার করে। এরপর লরি চালককে আটক করে বনকর্মীরা। পুলিশের অনুমান, ওই সেগুন কাঠ গুয়াহাটি থেকে বিহারে পাচার করা হচ্ছিল। রবিবার অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে বলে খবর। পুলিশের অনুমান ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করে কাঠ পাচারচক্রের পান্ডাকে গ্রেফতার করা সম্ভব হবে।

ফোর্টিন টাইমলাইন, শিলিগুড়ি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close