রবিবার গভীর রাতে শেষ হওয়া ফলাফলে শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে ব্যাপক সাফল্য মিলল কংগ্রেস দলের। নির্বাচনে বড় সাফল্য মেলায় মুর্শিদাবাদের সাগরদিঘির গন্ধ পাচ্ছে রাজনৈতিক মহল। প্রত্যাশিতভাবেই কংগ্রেস দল শিলিগুড়ি বারে এককভাবে বোর্ড গড়ল।
প্রসঙ্গত, এককভাবে কংগ্রেস মোট ১৬টি আসনের মধ্যে ১০টি আসনে জয়লাভ করে। অন্যদিকে বামেরা দুটি এবং তৃণমুল ৪টি আসনে জয়ের মুখ দেখে। তবে ফল প্রকাশের পর খানিকটা ধস্তাধস্তি শুরু হয় আইনজীবীদের মধ্যে বলে অভিযোগ। তৃণমূল ও কংগ্রেসের আইনজীবীদের ধস্তাধস্তিতে ক্ষণিকের জন্য উত্তাল হয়ে উঠে বার কাউন্সিল। শেষমেশ অভিজ্ঞ আইনজীবীরা বিষয়টি মিটিয়ে নেন।
শিলিগুড়ি বার কাউন্সিল ঘুরে দেবাশীষ দাসের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।