শিলিগুড়ির ৪৩ নম্বর ওয়ার্ডের গান্ধীনগর এলাকায় মুদিখানার দোকানের আড়ালে রমরমিয়ে চলছিল মাদকের কারবার। সেই কারবারের পর্দাফাঁস করল ভক্তিনগর থানার পুলিশ। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে ওই মুদিখানার দোকানের আড়ালে চলছিল নেশার ট্যাবলেট ও কাফ সিরাফ বিক্রির কারবার। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশের ভক্তিনগর থানার পুলিশ বৃহস্পতিবার হানা দেয় সেই মুদিখানার দোকানে। দোকান থেকে উদ্ধার হয় ১৩৬ পিস নেশার ট্যাবলেট-সহ ১৩ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ। মুদিখানা দোকানের মালিক সোনু শ্রীবাস্তবকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের ওই ব্যক্তির বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা দায়ের করেছে পুলিশ। শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় ধৃতকে।
ফোর্টিন টাইমলাইন, শিলিগুড়ি।