Siliguri: হাতির পাল দেখে বাইক দুর্ঘটনা শুকনায়

আরও পড়ুন

হাতির পাল দেখে ভয়ে পালাতে গিয়ে বাইক দুর্ঘটনা ঘটল শিলিগুড়ির কাছে শুকনায়। তবে হাতির দলটি চালক কিংবা আরোহীর কোনও ক্ষতি করেনি। তারা আপনমনে রাস্তা পারাপার হয়েছে মাত্র। বুধবার বিকেল চারটে এমন ঘটনা ঘটেছে। দাঁতালের দলটি রাস্তা পারাপার হলে পরবর্তীতে তারা বাইকটি নিয়ে পুনরায় তুলে রওনা দেন। মোটরবাইকের চালক-আরোহী, অল্পবিস্তর আহত হলেও এযাত্রায় প্রাণে বেঁচে গিয়েছেন।

শিলিগুড়ির শুকনা থেকে দেবাশীষ দাসের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close