Siliguri : ডেঙ্গুর প্রকোপ কমাতে ফুলবাড়িতে ছাড়া হল গাপ্পি মাছ

আরও পড়ুন

শুক্রবার ডেঙ্গি রোধের জন্য ফুলবাড়িতে বিভিন্ন যায়গায় ছাড়া হল গাপ্পি মাছ। এদিন ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রাজীব নগর, মমতাপাড়া, পশ্চিম ধনতলা, পূর্ব ধনতলা-সহ বিভিন্ন এলাকায় নর্দমায় ছোট জলাশয়গুলিতে গাপ্পি মাছ ছাড়া হয়। এদিন ফুলবাড়ি অঞ্চলের বিদায়ী প্রধান দিলীপ রায় গাপ্পি মাছগুলি বিভিন্ন নর্দমায় ছাড়েন। সাকুল্যে প্রায় ১২ হাজার গাপ্পি মাছ ছাড়া হবে বলে জানা গিয়েছে।

এবিষয়ে ফুলবাড়ি অঞ্চলের বিদায়ী প্রধান দিলীপ রায় জানান- ডেঙ্গুর প্রকোপ কমাতে ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত জুড়ে বিভিন্ন জায়গায় গাপ্পি মাছ ছাড়া হচ্ছে। রাজগঞ্জের বিডিও অফিস থেকে প্রায় ১২ হাজার মাছ আনা হয়েছে। এই গাপ্পি মাছ ছাড়ার পাশাপাশি ডেঙ্গি নিয়ে সচেতন করা হচ্ছে এলাকার মানুষেদের।

ফোর্টিন টাইমলাইন, শিলিগুড়ি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close