Siliguri : স্ত্রী-কে সন্দেহের বশে খুনের চেষ্টা স্বামীর

আরও পড়ুন

স্ত্রী পরকীয়ার সঙ্গে যুক্ত কি না তাতে সন্দেহেরবশে হত্যার চেষ্টা করলেন স্বামী। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির অরবিন্দপল্লিতে। চুরির আঘাতে গুরুতরভাবে আহত হয়েছেন তার স্ত্রী।

সূত্রের খবর, আহত ওই মহিলার নাম পূজা মন্ডল। তার স্বামী অমূল্য মন্ডলের সঙ্গে তিনি পারিবারিক বিবাদের মধ্যে জড়িয়ে পড়ে। পুজাদেবী নার্সিংহোম ও বিভিন্ন বাড়িতে আয়ার কাজ করেন। মঙ্গলবার সকালে তিনি তার স্ত্রীর কাছ থেকে সন্দেহেরবশে তার মোবাইল ফোন কেড়ে নেন। সেই সময়ই ঘরে থাকা একটি ছুরি নিয়ে এসে তার স্বামী পুজাদেবীকে আঘাত করে বলে অভিযোগ। তিনি ফোন ফেরত চাইলে দু’জনের মধ্যে চরমে বচসা বাধে। এরপর তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। প্রতিবেশীদের সেখানে আসতে দেখেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত স্বামী। এরপর তাকে উদ্ধার করে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, শিলিগুড়ি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close