এখন তেল ছাড়াই প্রদীপ জ্বালানো যাবে। শিলিগুড়ির বিভিন্ন বাজারে বিক্রি বাড়িয়ে দিয়েছে এই ‘জল প্রদীপ’। তেলের দাম বেড়ে যাওয়ায় সামান্য জল দিয়েই এই প্রদীপ জ্বালানো যাবে। আসন্ন দীপাবলিতে ভালো পরিমানে এই প্রদীপ বিক্রি হওয়ায় লক্ষীর মুখ দেখছেন ব্যবসায়ীরা।
সূত্রের খবর, তেলের দাম এখন অনেকটাই বেশি। আর সামনেই আসতে চলেছে আলোর উৎসব কালীপুজো বা দীপাবলি। এই সময় প্রদীপ জ্বালানো হবে না, তা হতেই পারে না। তেলের দাম বেশি হওয়ায় অনেকেই তেল কিনে প্রদীপ জ্বালাতে আছেন না। এবার তারা তেল ছাড়া যে, দিয়েই প্রদীপ জ্বালাতে পারবেন।
এই প্লাস্টিকের প্রদীপে সামান্য জল দিলেই তার ব্যাটারি ও হয়ে প্রদীপটি জ্বলতে শুরু করবে। তেল প্রদীপের মতো তা তাড়াতাড়ি নিভে যাবে না। কয়েক ঘন্টা টানা চলবে এই প্রদীপের আলো। এই একটি প্রদীপের দাম ৩০ থেকে ৪০ টাকা। আবার একটি বাক্স পাইকারি মূল্যে কিনলে তা পর্বে ১৮০ টাকা। এবার আর দীপাবলিতে বেশি খরচ করতে হবে না। এবছর শিলিগুড়ির বিভিন্ন দোকানে আকর্ষণ কেড়েছে এই ‘জল প্রদীপ’। শুধু দীপাবলিতেই নয় ঘর সাজানোর কাজেও এই প্রদীপ ব্যবহার করা যেতেই পারে।
ফোর্টিন টাইমলাইন, শিলিগুড়ি।