মাদক কারবারীকে ধরে গণধোলাই দিল স্থানীয় বাসিন্দারা। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ৩১ নম্বর ওয়ার্ডের শীতলা পাড়া এলাকায়। সূত্রের খবর, শীতলা পাড়ার বাসিন্দা সাধন নামে এক ব্যক্তি মাদক বিক্রি করত দীর্ঘদিন ধরে। অভিযোগ থাকলেও কোনও ভাবেই সাধনকে হাতে নাতে ধরতে পারছিলেন না তারা। মাদকের জন্য প্রতিদিন এলাকায় বহিরাগতদের আড্ডা বেড়েই চলছিল। গতকাল রাতে মাদক বিক্রি করার সময় ক্রেতা ও বিক্রেতাকে হাতে নাতে ধরে ফেলে স্থানীয়রা। এরপর স্থানীয়রা গণপ্রহার দেয় বিক্রেতা সাধনকে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এন জে পি থানার পুলিশ। পুলিশ সাধনকে আটক করার পাশাপাশি সাধনের বাড়ি থেকে উদ্ধার করে নেশার সামগ্রী। স্থানীয় বাসিন্দা সবিতা রায় জানিয়েছেন, সাধনের মাদক বিক্রির ফলে নষ্ট হচ্ছিল পরিবেশ। সুষ্ট পরিবেশ ফিরিয়ে আনার জন্য এলাকাবাসীরা এই পদক্ষেপ গ্রহন করে। সাধনের পাশাপাশি শঙ্কর নামে একব্যক্তি মাদক বিক্রির মূল পান্ডা রয়েছে এলাকায় তাকে গ্রেফতার করার জন্য পুলিশকে জানানো হয়েছে বলে তিনি জানান।
Fourteen Time Line, Siliguri