New Jalpaiguri: রেল গাড়ির জল মাপতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হতাহত- ৪

আরও পড়ুন

বৃহস্পতিবার নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক সেনা জওয়ানের। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯ টা নাগাদ সেনা জওয়ানের ট্রেলার এসে পৌঁছয় নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশনের ৫ নম্বর লাইনে এসে থামে। ট্রেলারে থাকা ট্যাঙ্কে কতটা জল আছে তা মাপতে ওঠেন এক সেনা জওয়ান। জওয়ান জলের পরিমাণ মাপতে গিয়ে ২৫ হাজার ভোল্টের বিদ্যুৎ-এ শক খেয়ে আহত হন৷ এক জনের মৃত্যু হয়েছে মৃত জওয়ানের নাম মণীশ মেহতা বয়স (৩৪) বছর। বাকি তিন জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক, তারা রেল হাসপাতালে ভর্তি রয়েছেন৷ তাদেরও চিকিৎসা চলছে। এই ঘটনা খুবই দুঃখজনক। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলপুলিশ এবং রেল সুরক্ষা বাহিনীর আধিকারিকরা৷ স্টেশন চত্বর এবং হাসপাতাল ঘিরে ফেলেন সেনা কর্মীরা। রেলের একটি সূত্র মারফত জানা গিয়েছে, ওই ট্রেলারটি করে জওয়ানদের একটি ব্যাটালিয়ন অন্যত্র স্থানান্তরিত হচ্ছিল। এনজেপি স্টেশনে থামে ট্রেলারটি। সেখানেই ঘটে দুর্ঘটনা।ট্রেন যখন স্টেশনে ঢুকল তখন জওয়ানদের উচিত ছিল জলের প্রয়োজনীয়তার কথা স্টেশনকে জানানো। তা হলে স্টেশন থেকে তার ব্যবস্থা করা হত। প্রয়োজনে ট্রেনটিকে অন্যত্র সরিয়ে নিয়ে গেলে এইরকম দুঃখজনক দুর্ঘটনা ঘটতো না।

Published by Joydeep Dutta, New Jalpaiguri

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close