Siliguri : গাঁজা পাচারের আগেই গ্রেপ্তার করল পুলিশ

আরও পড়ুন

পাচারের আগে প্রায় লক্ষাধিক টাকার গাঁজাসহ দুই পাচারকারিকে গ্রেফতার করল দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া থানার বিধান নগর ইনভেস্টিগেশন সেন্টারের পুলিশ।

সূত্রে জানা গেছে শিলিগুড়ি থেকে উত্তর দিনাজপুরের দিকে যাবার সময় বিধান নগরের মুরালিগঞ্জ চেকপোস্টের সামনে বিধান নগর ইনভেস্টিগেশন সেন্টারের পুলিশের নাকা চেকিং চলার সময় দুই যুবককের আচরণে পুলিশের সন্দেহ হয়। তৎক্ষণাৎ বিধান ইনভেস্টিগেশন সেন্টারের পুলিশ তাদের আটক করে এবং তাদের তল্লাশি করার সময় ব্যাগের ভেতর থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার হয়। ইতিমধ্যেই দুই পাচারকারীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

জানা গেছে জিজ্ঞাসাবাদ করার পর তারা পুলিশকে জানায় গাঁজা পাচার কাজের সাথে তারা যুক্ত। আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। পাচারকারীরা কোথা থেকে এই গাঁজা নিয়ে এসেছে এবং কোথায় পাচার করছিল তার সমস্ত বিষয়ে তদন্ত শুরু করেছে বিধান ইনভেস্টিগেশন সেন্টারের পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে মোহাম্মদ রাজ্জাক ও হরিলাল কর্মকার দুজনেই উত্তর দিনাজপুর জেলার চোপড়ার সোনাপুর এলাকার বাসিন্দা। ফাঁসিদেওয়া থানা বিধান নগর ইনভেস্টিগেশন পুলিশ সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close