Siliguri : শিলিগুড়ির অবৈধ কলসেন্টারে হানা পুলিশের, তদন্ত শুরু

আরও পড়ুন

ফের শিলিগুড়িতে অবৈধ কলসেন্টারের হদিস মিলল। শিলিগুড়ির মাটিগাড়া সংলগ্ন আইটি পার্কে অবৈধ কলসেন্টারে হানা দিল পুলিশ।

সূত্রের খবর, বৃহস্পতিবার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এসওজি ও সাইবার ক্রাইম থানার আধিকারিকদের সঙ্গে নিয়ে মাটিগাড়ার আইটি পার্কে অবৈধ কল সেন্টারে বিশেষ অভিযান হল মাটিগাড়া থানার পুলিশের। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করল মাটিগাড়া থানার পুলিশ। ধৃত তিনজনের নাম দেবাশীষ রায়,অংশুমান সিং ও বিশাল সিং। পুলিশি সূত্রে জানা গিয়েছে- মাটিগাড়ার ওয়েবেল আইটি পার্কে দীর্ঘদিন যাবৎ অবৈধ কল সেন্টারের অভিযোগ পাচ্ছিল পুলিশ। সেইমতো বৃহস্পতিবার বিকেলে ওই কল সেন্টারে আচমকাই হানা দেয় পুলিশ।

উল্লেখ্য, পুলিশি সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে বেশ কিছু নথি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে এই কল সেন্টার থেকে বিদেশে প্রচুর মানুষকে ফোন করে প্রতারণা করা হত। ধৃতদের শুক্রবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close