গাঁজা পাচারকাণ্ডে উদ্ধার আবারও শিলিগুড়ি এনজিবিতে।

শনিবার এনজেপি পুলিশের হাতে পাকড়াও হল পাচারকারী।

আরও পড়ুন

আবারও বড়সড় সাফল্য পেলো এনজেপি থানার পুলিশ,ট্রাকের গোপন চেম্বার থেকে উদ্ধার হলো লক্ষাধিক টাকার গাঁজা।

গাড়িতে ভুয়ো নাম্বারপ্লেট ব্যবহার করে লক্ষাধিক টাকার গাঁজা পাচারের সময় শনিবার এনজেপি পুলিশের হাতে পাকড়াও হল পাচারকারী। উদ্ধার হয় ২০৫ কেজি গাঁজা। যার আনুমানিক বাজার মূল্য ১৬ লক্ষ ৪০ হাজার টাকা।

শনিবার গোপন সুত্রের খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি থানার ওসি সমীর তামাং ও এস,আই সৌমিক পালের নেতৃত্বে ফুলবাড়ি বাইপাস এলাকা থেকে একটি আসাম নম্বরের বারোচাকা ট্রাক আটক করে শিলিগুড়ি মেট্টোপলিটন পুলিশের এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। আটক সেই ট্রাকে পুলিশ তল্লাশি চালাতেই গাড়ির চালকের আসনের জায়গায় বেরিয়ে আসে গোপন চেম্বার। আর তাতেই মজুত ছিলো বেশকিছু গাঁজার পেকেট।।পুলিশ সূত্রে জানা গেছে মনিপুর থেকে শিলিগুড়ি হয়ে বিহারের উদ্দেশ্যে পাচার হচ্ছিল এই গাঁজাগুলি।এই ঘটনায় এক জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আটক ট্রাকটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতকে রবিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close