Siliguri : প্রায় দেড় কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার ধৃত স্বামী-স্ত্রী সহ মোট ৪ জন !

আরও পড়ুন

যৌতুকে পাওয়া গাড়িতে প্রায় দেড় কোটি টাকার মাদক পাচার করতে গিয়ে গ্রেফতার হলেন নবদম্পতি। শুক্রবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়িতে। তদন্তকারীরা জানতে পেরেছেন, নতুন ওই গাড়িতে মুর্শিদাবাদ থেকে শিলিগুড়িতে ব্রাউন সুগার আনা হচ্ছিল। গোপন সূত্র মারফত খবর পেয়ে বাগডোগরার ভুট্টাবাড়ি এলাকাতে ফাঁদ পাতে পুলিশ।

সূত্রের খবর ,সেই সময় সন্দেহভাজন গাড়িটি ভুট্টাবাড়ি পৌঁছতেই পুলিশ আটক করে । তল্লাশিতে মেলে প্রায় ৮০০ গ্রাম ব্রাউন সুগার। যার বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। পুলিশ সূত্রে খবর, কোটি টাকার বেশি মাদক এবং নবদম্পতি-সহ মোট চার জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম উত্তরা বিশ্বাস, সঞ্জয় বিশ্বাস, বিক্রম বাগচী এবং অরুণ মণ্ডল।এই মাদক পাচারের ঘটনায় আর কেউ জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

শিলিগুড়ি থেকে দেবাশীষ দাসের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close