বুধবার শিলিগুড়ির চিত্রশিল্পী নিজের বাড়িতেই চিত্র প্রদর্শনীর আয়োজন করলেন। তার নাম বিপুল রায়। বাড়ি নেতাজিপল্লিতে।
সূত্রের খবর, দীর্ঘ ১৭ বছর যাবত তিনি ছবি আঁকেন। তাঁর অনুপ্রেরণা দাদু পরমলাল রায়। তাঁর আঁকা ছবি ভারত-সহ বিভিন্ন দেশে পাড়ি দিয়েছে। তবে তাঁর অভিযোগ উত্তর বঙ্গে কোনও আর্ট কলেজ নেই। তার ফলে প্রতিভা থাকা সত্ত্বেও বহু ছাত্র ছাত্রী আর্থিক সচ্ছলতার কারণে বাইরে যেতে পারে না। এমনকি শিলিগুড়িতেও জায়গার অভাবে তিনি এতদিন কোনও প্রদর্শনী করতে পারেননি। অবশেষে বাড়িকেই বেছে নিয়েছেন তিনি চিত্র প্রদর্শনীর জন্য। সেখানে তাঁর আঁকা অয়েল পেইন্টিং, পেপার ওয়ার্ক, ক্যানভাসের পেইন্টিং প্রদর্শনীর জন্য রাখা আছে। তাঁর মতে, উত্তরবঙ্গে আর্ট কলেজ হলে বহু শিল্পী তাদের প্রতিভা উন্মোচন করার সুযোগ পাবে।
ফোর্টিন টাইমলাইন, শিলিগুড়ি।