Siliguri : বস্তাভর্তি নথিপত্র উদ্ধার হল মহানন্দা নদী থেকে

আরও পড়ুন

বস্তাভর্তি আধার কার্ড, প্যান কার্ড-সহ বিভিন্ন প্রয়োজনীয় নথিপত্র উদ্ধার হল মহানন্দা নদী থেকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে।

সূত্রের খবর, রবিবার শহরের ৪ নম্বর ওয়ার্ডের ২ নম্বর জ্যোতিনগর কলোনি এলাকায় মহানন্দা নদী থেকে নথিপত্র ভর্তি বস্তাটি মেলে। জানা গিয়েছে, বস্তা থেকে এলাকার বাসিন্দাদের আধার কার্ড, প্যান কার্ড, এটিএম কার্ড, ব্যাংকের চেকবুক, বীমার কাগজ মিলেছে। ঘটনাকে ঘিরে শোরগোল ছড়িয়ে পড়ে এলাকায়।

প্রসঙ্গত, এঘটনায় অভিযোগের তীর স্থানীয় পোস্ট মাস্টারের দিকে। তাকে ঘিরে এদিন তুমুল বিক্ষোভ দেখান বাসিন্দারা। তাদের অভিযোগ, ওই পোস্ট মাস্টার নিজে কোনও কাজ করেন না , অন্যজনকে দিয়ে কাজ করান। ফলে প্রয়োজনীয় নথিপত্র বাসিন্দাদের কাছে সময়মতো পৌঁছোয় না। খবর পেয়ে খালপাড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষুব্ধ বাসিন্দাদের হাত থেকে ওই পোস্ট মাস্টারকে উদ্ধার করে। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

ফোর্টিন টাইমলাইন,শিলিগুড়ি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close