Siliguri : মুখ্যমন্ত্রী ভারতের নয়, পাকিস্তানের সমর্থনে, কটাক্ষ সুকান্তর

আরও পড়ুন

“মুখ্যমন্ত্রী ভারতের নয়, পাকিস্তানের সমর্থনে”। দত্তপুকুরে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় এমনভাবেই কটাক্ষ করলেন রাজ্য বিজেপি-র রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার। তিনি বলেন, মুখ্যমন্ত্রীকে টাকা দিন আর রাজ্যে পারমাণবিক চুল্লি বানান, তাতেও কোন অসুবিধা নেই।সোমবার কলকাতা থেকে ট্রেনে জলপাইগুড়ির উদ্দেশে রওনা দেন তিনি। মাঝে নিউ জলপাইগুড়ি স্টেশনে তাকে স্বাগত জানায় শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি-র নেতৃত্ব।

মূলত, ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে প্রচারে যোগ দিতে এসেছেন তিনি। সেখানে সাংগঠনিক বৈঠকও করার কথা রয়েছে তার। মঙ্গলবার শিলিগুড়িতে সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিলিগুড়িতে নাবালিকা খুনের ঘটনায় উত্তরবঙ্গের আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি-তে একের পর এক পদাধীকারিদের পদত্যাগের বিষয়ে তিনি বলেন, “বিজেপিতে কোনও ভাঙন নেই। মনে রাগ হয়েছে তাই ওরকম হয়েছে। আমি প্রয়োজনে তাদের সঙ্গে কথা বলবো।”

শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close