কেন্দ্রের নির্দেশে গম রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে উত্তরবঙ্গের ব্যবসায়ীরা। উত্তরবঙ্গের বিভিন্ন বর্ডারে দাঁড়িয়ে রয়েছে শয়ে শয়ে গম বোঝাই লড়ি। গম রফতানি বন্ধ রাখল কেন্দ্র ৷ বিজেপি সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করল কংগ্রেস ৷
শুক্রবার, ১৩ মে একটি নির্দেশিকা জারি করে ডিজিএফটি জানায়- এখন থেকে গম রফতানি নিষেধাজ্ঞা জারি করা হল ৷ শনিবার কেন্দ্রীয় সরকারের এই ঘোষণাকে ‘চাষি-বিরোধী’ বলে আখ্যা দেয় কংগ্রেস ৷ সরকারি নোটিফিকেশনে বলা হয়েছে, দেশের মধ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে অন্যতম এই পদক্ষেপ।
প্রসঙ্গত, ১৩ মে ডিজিএফটি জানিয়েছে, “এই মুহূর্ত থেকে রফতানি নীতি বন্ধ করা হল৷” এই নোটিফিকেশনে এও জানানো হয়েছে সরকার চাইলে এই সিদ্ধান্তে বদল হতে পারে ৷ অন্য কোনও দেশে খাদ্যের অভাব দেখা দিয়েছে এবং সেখানে জরুরি ভিত্তিতে গম সরবরাহ করা দরকার ৷ এই প্রয়োজন অনুভব করলে কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী ডিজিএফটি গম রফতানিতে ছাড়পত্র দেবে ৷ তবে ১৩ মে এবং তার আগে যে সব রফতানিতে লেটারস অফ ক্রেডিট দেওয়া হয়েছে, সেখানেই একমাত্র গম রফতানি করা হবে। নতুন করে আর কোনও রফতানি হবে না ভারত থেকে ৷
এই নির্দেশিকার ফলে অসুবিধার সম্মুখীন হয়েছে ভারতের ব্যবসায়ীরা। উত্তরবঙ্গ এক্সপোট ইউনিয়ন এর সম্পাদক ব্রীজ কিশোর প্রসাদ জানান- উত্তরবঙ্গের চারটি বর্ডারে আট হাজার পাঁচশো গাড়ী এই মুহুর্তে দাড়িয়ে রয়েছে। তারমধ্যে ফুলবাড়ী বর্ডারে দাড়িয়ে রয়েছে ২৫০টি গম বোঝাই গাড়ী। কয়েকদিন ধরে লাগাদার বৃষ্টির ফলে নষ্ট হয়ে যাচ্ছে গম। একদিকে লেটারস অফ ক্রেডিট এর ভিত্তিতে ব্যাঙ্ক থেকে লোন নিয়ে গম কিনে তার উপর এই সমস্যায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। অন্যদিকে প্রায় ১৫দিন ধরে ছাড়পত্র না মেলায় গাড়ী নিয়ে বর্ডারে দাড়িয়ে রয়েছে গাড়ী গুলো ফলে সমস্যায় পড়েছে গাড়ীর চালক থেকে সহ চালকেরা। এ প্রসঙ্গে উত্তরবঙ্গ এক্সপার্ট ইউনিয়ন এর সম্পাদক ব্রীজ কিশোর প্রায়াদ কি বলেছেন শুনব –