চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠলো এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তিকে এনজেপি থানার পুলিশের হাতে তুলে দিলেন প্রতারিত হওয়া মহিলা। অভিযুক্ত ব্যক্তির নাম অতনু মুখোপাধ্যায়। তার বাড়ি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায়।
সূত্রের খবর, প্রায় দু’মাস আগে শিলিগুড়ির শীতলাপাড়ার বাসিন্দা ওই মহিলাকে ফুলবাড়ির একটি বেসরকারি স্কুলে ‘রিসেপশনিস্ট’-পদে কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় অতনু বলে অভিযোগ। প্রতারিত ওই মহিলার কাছ থেকে টাকাও নেন অভিযুক্ত। কিন্তু, বহুদিন পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট পদে চাকরি হয়নি। শনিবার ফুলবাড়ি সংলগ্ন জিয়াগঞ্জ এলাকায় সেই ব্যক্তিকে ডেকে এনে পুলিশের হাতে তুলে দেন সেই মহিলা।
প্রতারিত মহিলা জানান, “প্রায় দু’মাস আগে একটি বেসরকারি স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ১৫০০ টাকা নিয়েছিলেন অতুন মুখোপাধ্যায়। আমি ছাড়াও বেশ কয়েকজনের কাছ থেকে টাকা নিয়েছেন ওই ব্যক্তি। কিন্তু, অনেক দিন পেরিয়ে গেলেও কাজ করিয়ে দিতে না পারায় সন্দেহ হয়।তাকে টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলি। এরপর থেকেই শুরু হয় তার নানান অজুহাত। আজ তাকে ডেকে এনে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে যেনও এ জাতীয় প্রতারণার কাজ আর না করতে পারেন”। অর্থের অঙ্ক যেহেতু কম, তাই সাধারণ মানুষের বক্তব্য- পচা শামুকে পা কাটা আর কাকে বলে!
নিউ জলপাইগুড়ি থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।