Siliguri : কফিনের মধ্যে গাঁজা পাচারের চেষ্টা, গ্রেফতার ৪

আরও পড়ুন

মাদক পাচারের পুরনো পদ্ধতি বদলে দিল পাচারকারীরা। নয়া কায়দায় গাঁজা পাচারের চেষ্টা কার্যত বিফল হ’ল। কফিনের মধ্যে ভরে পাচার করার চেষ্টা করা হচ্ছিল গাঁজা। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাদের এই নয়া কায়দায় গাঁজা পাচার অভিযান ভেস্তে দেয়। মঙ্গলবার সকালে শিলিগুড়িতে পাচার আটকে মোট ৪ জনকে গাঁজা পাচারকারীকে গ্রেফতার করেছে।

সূত্রের খবর, ধৃতদের মধ্যে একজন মহিলা ও তিনজন পুরুষ। তারা হলেন- সমীর দাস, বয়স ২৮ বছর, অপূর্ব দে, বয়স ৫৪ বছর, পাপ্পু মোদক, বয়স ৩১ বছর ও সরস্বতী দাস, বয়স ৩৪ বছর। সকলেই কোচবিহারের দিনহাটার বাসিন্দা। তারা একসঙ্গে একটি কফিনের মধ্যে গাঁজা ভরে অ্যাম্বুল্যান্সে তুলে পাচারের ছক কষেছিল। এদিন সকাল ন’টা নাগাদ ফুলবাড়ির কাছে আমবাড়ি ক্যানাল রোডে গাড়িটিকে আটকায় এসটিএফ-এর একটি দল। তাদের কাছ থেকে ৬৪ কেজি গাঁজা বাজেয়াপ্ত করে। বাজেয়াপ্ত করা হয়েছে ওই অ্যাম্বুল্যান্স ও কফিনও। পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, শিলিগুড়ি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close