শিলিগুড়ির বর্ধমান রোড এলাকায় অভিযান চালিয়ে ব্রাউন সুগার -সহএক যুবকে গ্রেফতার করল শিলিগুড়ি থানার পুলিশ। ধৃত ওই যুবকের নাম রসিদুল হুসেন। তার বাড়ি কোচবিহারের মাথাভাঙ্গায়। শিলিগুড়ির বর্ধমান রোড ওই যুবকের ব্যাগে তল্লাশি চালালে ব্যাগ থেকে ২৭৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হবে। ধৃতকে আলাদালতে পাঠানো হবে বলে খবর।
ফোর্টিন টাইমলাইন, শিলিগুড়ি।