Siuri : স্বামীর হাতে গৃহবধূ খুন

আরও পড়ুন

গৃহবধূ খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রামপুরহাট মহকুমার নলহাটি থানার ভদ্রপুর গ্রামে।শুক্রবার রাতে ঘুমন্ত অবস্থায় থাকাকালীন স্ত্রী-কে নৃশংসভাবে কুপিয়ে খুন করে তার স্বামী প্রদীপ মণ্ডল বলে অভিযোগ। যদিও একথা নিজেই স্বীকার করেছেন স্বামী প্রদীপ।তেত্রিশ বছর বয়সী মৃত ওই গৃহবধূর নাম গানেশ্বরী মণ্ডল।

শনিবার সকালে রক্তাক্ত অবস্থায় মৃত গৃহবধূর দেহ পড়ে থাকতে দেখে ছুঁটে আসেন প্রতিবেশীরা। ঘটনাস্থলে পৌঁছয় নলহাটি থানার পুলিশ। এদিন পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য। ঘটনার জেরে গ্রেফতার করা হয়েছে তার স্বামী প্রদীপ মণ্ডল।

প্রদীপ মণ্ডল ও গানেশ্বরী মণ্ডলের একটি ছেলে রয়েছে। নাম প্রদ্যোৎ মণ্ডল ,বয়স চোদ্দ বছর। শুক্রবার রথের মেলায় বন্ধুর সঙ্গে গিয়েছিলেন প্রদ্যোৎ।স্থানীয় গ্রামবাসী তাকে ঘটনাটি জানায়।এই ঘটনা শোনায় পরেই কান্নায় ভেঙে পরে প্রদ্যোৎ।প্রতিবেশীরা জানান, ওই দম্পত্তির বিয়ে হয়েছিল ষোলো বছর আগে।তখন থেকেই তাদের মধ্যে প্রায় প্রতিদিনই অশান্তি হতো। অনুমান
করা হচ্ছে- দাম্পত্য কলহের জেরেই এমন ঘটনার শিকার হয়েছেন ওই গৃহবধূ।
ফোর্টিন টাইমলাইন, সিউড়ি বীরভূম

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close