গৃহবধূ খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রামপুরহাট মহকুমার নলহাটি থানার ভদ্রপুর গ্রামে।শুক্রবার রাতে ঘুমন্ত অবস্থায় থাকাকালীন স্ত্রী-কে নৃশংসভাবে কুপিয়ে খুন করে তার স্বামী প্রদীপ মণ্ডল বলে অভিযোগ। যদিও একথা নিজেই স্বীকার করেছেন স্বামী প্রদীপ।তেত্রিশ বছর বয়সী মৃত ওই গৃহবধূর নাম গানেশ্বরী মণ্ডল।
শনিবার সকালে রক্তাক্ত অবস্থায় মৃত গৃহবধূর দেহ পড়ে থাকতে দেখে ছুঁটে আসেন প্রতিবেশীরা। ঘটনাস্থলে পৌঁছয় নলহাটি থানার পুলিশ। এদিন পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য। ঘটনার জেরে গ্রেফতার করা হয়েছে তার স্বামী প্রদীপ মণ্ডল।