Jalpaiguri : গরমের থেকে বাঁচতে ফ্রিজের নিচে সাপ !

আরও পড়ুন

রাজ্য জুড়ে চলছে তীব্র দাবদাহ। গরমে হাঁসফাঁস অবস্থা মানুষের। সেইসঙ্গে নাজেহাল বন্যপ্রাণীরাও। গরম থেকে বাঁচতে মানুষ যেমন গাছের নিচে আশ্রয় নিচ্ছেন, ঠিক তেমনি পশু-পাখিরাও ঠান্ডা জায়গায় আশ্রয় নিচ্ছেন। আর ঠান্ডা জায়গার খোঁজে এবার একেবারে ফ্রিজের নীচে আশ্রয় নিল একটি সাপ। জলপাইগুড়ি শহরের ইন্দিরা গান্ধী কলোনী এলাকার ঘটনা।

সূত্রের খবর, এলাকার বাসিন্দা কার্তিকনাথের বাড়িতে ঢুকে পড়ে একটি সাপ। বাড়ির সদস্যরা সাপটিকে ঘর থেকে বের করতে চাইলে সেটি একেবারে ফ্রিজের নিচে আশ্রয় নিয়ে নেয়। ঠান্ডা পাওয়ার কারনে হয়তো সেখান থেকে আর নড়াচড়া করেনি সাপটি। এরপরই পরিবারের সদস্যরা খবর দেয় পরিবেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে। এরপর সেই বাড়িতে এসে ফ্রিজের নিচে থেকে সাপটিকে তিনি উদ্ধার করেন। জানা গেছে, সাপটি দাড়াস সাপ এবং নির্বিষ। তবে সাপটি লম্বায় প্রায় সাত ফুট হবে। পরিবেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী বলেন গরমের কারনেই সাপটি ঘরের ভিতরে ঢুকে পড়েছে। মানুষকে সচেতন হতে হবে এবং আরও বেশি পরিমাণে গাছ লাগাতে হবে এবং কোনও মতেই জলাশয়গুলি ভরাট করা চলবে না। পর্যাপ্ত জায়গা বা পরিবেশ পেলেই বন্যপ্রাণী বা সাপ আর লোকালয়ে বা ঘরে প্রবেশ করবে না।

জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close