South 24 Parganas : বিয়ের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে পাচারের অভিযোগ

আরও পড়ুন

বিয়ে করার নাম করে নাবালিকাকে বাড়ি থেকে পালিয়ে নিয়ে ভিন রাজ্যে পাচারের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের নাম আলি হোসেন মোল্লা। তিনি জীবনতলা থানার দক্ষিণ হোমরা এলাকার বাসিন্দা। কেরল থেকে নাবালিকাকে উদ্ধার করে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এই পাচার কান্ডে আর কারা কারা জড়িত আছে তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশি সূত্রে খবর, আলি হোসেন মোল্লা বিবাহিত ও তার তিন সন্তান রয়েছে। তার শ্বশুরবাড়ি এলাকায় শ্যালিকা সম্পর্কে ১৭ বছর বয়সের এক নাবালিকাকে প্রেমের প্রস্তাব দেয় এবং ওই নাবালিকাকে নিয়ে 2021 সালে কেরলে পালিয়ে যায় বলে পরিবারের অভিযোগ। এই ঘটনায় নাবালিকার পরিবার অভিযুক্ত যুবকের বিরুদ্ধে জীবনতলা থানায় অভিযোগ দায়ের করে।

একটি মোবাইল নম্বরের সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ ও জীবনতলা থানার একটি টিম মিলে কেরল থেকে উদ্ধার করে ওই নাবালিকাকে। ধৃতকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হয়েছে। ঘটনা সম্পূর্ণ তদন্ত শুরু করেছে পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, দক্ষিণ চব্বিশ পরগণা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close