সুন্দরবন উপকূলে মাছ-কাঁকড়া ধরতে গিয়ে মৃত্যু হল ৬০ বছর বয়সী কালীপদ সর্দার নামের এক মৎসজীবীর। সুন্দরবন উপকূল থানার ছোট মোল্লাখালির বাসিন্দা ছিলেন তিনি। রবিবার সকালে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আওতাধীন ঝিলার জঙ্গলে মাছ ও কাঁকড়া ধরার উদ্দ্যেশে রওনা দিয়েছিলেন কালীপদ- সহ তার সঙ্গীরা।
বারংবার সুন্দরবন উপকূলে মাছ ধরতে গিয়ে বাঘের হামলায় প্রাণ হারাচ্ছেন বহু মৎসজীবী। তাই সরকার সুন্দরবনের নদী ও খাঁড়িতে মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু ওই নিষেধাজ্ঞা অমান্য করে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনলেন ওই মৎস্যজীবীরা বলে অনুমান স্থানীয় মানুষের। অন্যদিকে মৎস্যজীবীদের পরিবারের বক্তব্য-মাছ, কাঁকড়া না ধরলে তাদের সংসার চলবে কি করে ! তবে আগামীদিনে প্রাণহানী এড়াতে পুলিশি নজরদারি বাড়ানোর পরিকল্পনা নিয়েছেন স্থানীয় পুলিশ সুপার।
স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে কালীপদ সর্দার ও তার সঙ্গীরা মাছ ধরতে গিয়েছিলেন জঙ্গলের কাছে। আচমকাই জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে কালীপদ সর্দার নামের ওই মৎসজীবীর উপর। বাঘটি তাকে টেনে হিচড়ে জঙ্গলের গভীরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তার সঙ্গীরা কোনমতে তাকে উদ্ধার করে নৌকা করে গ্রামের উদ্দ্যেশে রওনা হন। অতিরিক্ত রক্তক্ষরণের জন্যই মৃত্যু হয়েছে কালীপদ সর্দারের বলে অভিমত চিকিৎসকদের।
পুলিশ বে-আইনিভাবে মাছ ধরতে যাওয়ার কারনে মৎস্যজীবীদের উপর প্রশাসনিক বিধি-নিষেধ আরোপ করবে বলে জানা গেছে।
ফোর্টিন টাইমলাইন, সুন্দরবন, দক্ষিণ চব্বিশ পরগণা।