ফের অ্যাসিড হামলার শিকার রাজ্য ৷ এক গৃহবধূকে অ্যাসিড হামলার অভিযোগ তাঁর উঠল স্বামী ও ভাসুরের বিরুদ্ধে ৷ ঘটনায় গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে৷
সূত্রের খবর, এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার কাঁচরাপাড়ার জোড়া মন্দির এলাকায়।অ্যাসিড আক্রান্তের নাম শীলা দাস চৌধুরী ৷ স্থানীয় সূত্রে খবর , বিয়ের পর থেকেই স্বামী রমেন দাস চৌধুরীর সঙ্গে বচসা লেগেই থাকত৷ অভিযোগ, ওই গৃহবধূকে নাকি মারধরও করত স্বামী ৷
প্রসঙ্গত, এমন অত্যাচার সহ্য করতে না পেরে শীলা মাঝেমধ্যেই প্রাণ বাঁচাতে শীলা বাপের বাড়ি চলে গিয়েছিলেন ৷পরে স্বামী রমেন তাকে বুঝিয়ে ফের বাড়ি ফিরিয়ে আনতেন ৷ অভিযোগ, শুধু রমেনই নয়, শীলাকে মারধর করত তার ভাসুর হারাধন দাস চৌধুরী৷ এরপর শুক্রবার শীলাকে অ্যাসিড ছুঁড়ে মারে৷ ঘটনাটি জানতে পেরে দিদি সঙ্গে সঙ্গে পৌঁছয় এলাকায় ৷ এই ঘটনা চাউর হতেই ঘটনাস্থল থেকে শীলাকে প্রতক্ষদর্শীরা-সহ তার দিদি পুলিশ বীজপুর থানায়৷ পুলিশ ঘটনাস্থলে এসে গৃহবধূকে উদ্ধার করে নিয়ে যায় কল্যাণীর জে এন এম হাসপাতালে৷ সেখানেই শীলা চিকিৎসাধীন৷ ঘটনার তদন্তে নেমেই পুলিশ গ্রেফতার স্বামী রমেন দাস চৌধুরী ও ভাসুর হারাধন দাস চৌধুরীকে ৷ রীতিমতো এমন ঘটনা পথচলতি মানুষ-সহ আশপাশে থাকা বাসিন্দাদের গা শিউরে ওঠার মতো।
শনিবার অভিযুক্তদের ব্যারাকপুর আদালতে তোলা হয় ৷ অন্যদিকে জীবন যুদ্ধে লড়াই করছেন ওই অ্যাসিড আক্রান্ত গৃহবধূ৷
ফোর্টিন টাইম লাইন, কাঁচরাপাড়া , দক্ষিণ ২৪ পরগণা।